AB Bank
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
দুদকের মামলা

নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:১৬ পিএম, ৯ জানুয়ারি, ২০২৫
নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী এবং তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং প্রায় সাড়ে ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক দুটি মামলা দায়ের করেছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয় বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।

নিক্সন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দীনের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম কাজ শুরু করেছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৩ অক্টোবর আদালত নিক্সন চৌধুরী এবং তার স্ত্রী তারিন হোসেনের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেন।

অভিযোগে বলা হয়েছে, ফরিদপুর-৪ আসনের তিনবারের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী প্রথমে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাক্ষণপাড়া মৌজার চর অঞ্চলে ৩৮ শতাংশ জমি কিনে সেখানে বাড়ি নির্মাণ করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আত্মীয়তার সুবাদে তিনি তার এলাকায় নানা সুযোগ সুবিধা লাভ করেন এবং সেখানেই তার রাজনৈতিক প্রভাব সৃষ্টি করেন।

অভিযোগ রয়েছে যে, নিক্সন চৌধুরী অবৈধভাবে আড়িয়াল খাঁ নদ ও পদ্মা নদী থেকে বালু তুলে বিক্রি করে হাজার হাজার কোটি টাকার বাণিজ্য করেছেন। এছাড়া তিনি আশপাশের জমির মালিকদের জোরপূর্বক বাড়িতে ডেকে এনে তাদের জমি ভাঙার সদরপুর সাব-রেজিস্ট্রি অফিসে পাঠিয়ে রেজিস্ট্রি করিয়ে নিয়েছেন। এইভাবে তিনি প্রায় ১১শ বিঘা জমি তার স্ত্রী, সন্তান এবং ভাইয়ের নামে দলিল করেছেন।
 

একুশে সংবাদ/চ.ট/এনএস

Link copied!