AB Bank
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশে পাঁচ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৪৪ পিএম, ১০ জানুয়ারি, ২০২৫
দেশে পাঁচ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত

বাংলাদেশে প্রথমবারের মতো পাঁচ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত হয়েছে। এই ভাইরাস শনাক্ত করেছে ইনস্টিটিউট অব এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর)। তবে শনাক্তকৃত ব্যক্তিদের কারও ক্ষেত্রেই উল্লেখযোগ্য জটিলতা দেখা যায়নি। চিকিৎসা শেষে সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রিওভাইরাস নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন জানিয়েছেন, প্রতিবছর খেজুরের কাঁচা রস খেয়ে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে। এ ধরনের লক্ষণ দেখা দেওয়ায় সম্প্রতি ৪৮ জনের নমুনা পরীক্ষা করেছে আইইডিসিআর। যদিও কারও শরীরে নিপা ভাইরাস শনাক্ত হয়নি, তবে পাঁচজনের মধ্যে রিওভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। নতুন রোগজীবাণু শনাক্তে আইইডিসিআর ও যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির নিয়মিত যৌথ গবেষণার মাধ্যমে এই ভাইরাস শনাক্ত করা সম্ভব হয়েছে।

রিওভাইরাস সাধারণত হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়। এই ভাইরাসে আক্রান্ত হলে শ্বাস-প্রশ্বাসের সমস্যা, জ্বর, মাথাব্যথা, বমি এবং ডায়রিয়া হতে পারে। পরিস্থিতি গুরুতর হলে নিউমোনিয়া বা এনকেফালাইটিস (মস্তিষ্কের প্রদাহ) দেখা দিতে পারে। শিশু ও বয়স্করা এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে বেশি থাকে।

অধ্যাপক তাহমিনা শিরীন আরও বলেন, দেশে এনকেফালাইটিস রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হলেও এর সুনির্দিষ্ট কারণ প্রায়শই শনাক্ত করা যায় না। আইইডিসিআর ও কলম্বিয়া ইউনিভার্সিটির এই যৌথ গবেষণা ভবিষ্যতে এনকেফালাইটিসসহ এ ধরনের জটিল রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!