সংস্কার পরিকল্পনা সফলভাবে এগিয়ে নিতে সবাইকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
আজ শুক্রবার সকালে রাজধানীর উত্তরায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
আদিলুর রহমান বলেন, "দীর্ঘ দিন ধরে যেসব কাজ লম্বা সময় ধরে ঝুলে ছিল, সেগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ড. মুহাম্মদ ইউনূসের পরিকল্পনায় আমরা কাজ করে যাচ্ছি।"
তিনি আরও বলেন, "আমরা চাই, বাংলাদেশের কোনো নাগরিক যেন মনে না করেন যে তিনি বঞ্চিত বা মেইনস্ট্রিমের বাইরে আছেন। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি।"
বাংলাদেশ সবার জন্য, এটি একটি বহুমাত্রিক দেশ উল্লেখ করে আদিলুর রহমান খান বলেন, "সব ধর্ম, ভাষা ও নৃ-গোষ্ঠীর মানুষ যেন একত্রিত হয়ে বাংলাদেশকে উন্নত করতে পারে। জুলাই মাসের ৩৬ দিন, যেভাবে সব ধর্মের তরুণ-যুবকরা অন্যায়ের বিরুদ্ধে রক্ত দিয়েছেন, সেই বাংলাদেশের স্বপ্ন তারা দেখেছিলেন। যেহেতু আমরা কিছুটা বাস্তবায়নের দায়িত্ব পেয়েছি, আমরা সে কাজটি করতে চেষ্টা করছি।"
সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, "আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করে যে সংস্কারের পরিকল্পনা রয়েছে, সেটি এগিয়ে নিয়ে আপনাদের থেকে বিদায় নেব।"
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :