AB Bank
ঢাকা শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উত্তরা পূর্ব থানার ওসি প্রত্যাহার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:০২ পিএম, ১০ জানুয়ারি, ২০২৫
উত্তরা পূর্ব থানার ওসি প্রত্যাহার

রাজধানীর উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবউল্লাহকে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রত্যাহার করে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, শুক্রবার (১০ জানুয়ারি) এ পদক্ষেপ নেওয়া হয়।

উত্তরা পূর্ব থানা থেকে সাবেক ওসি শাহ আলম পালানোর ঘটনায় বর্তমান ওসিকে প্রত্যাহার করা হয়। এর আগে এ ঘটনায় এএসাই সাজ্জাদকে সাময়িক বরখাস্ত করা হয়।

এছাড়া সাবেক ওসি শাহ আলম পালানোর ঘটনায় ডিএমপির পক্ষ থেকে রেড এলার্ট জারি করা হয়। পালানোর অভিযোগে শাহ আলমের নামে মামলাও করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) হত্যা মামলায় গ্রেফতার উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলম থানা থেকে পালিয়ে যান।

জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম। ১ আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগ দেন তিনি। ওসি শাহ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শেষ সময়ে উত্তরা পূর্ব থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ তিনি কুষ্টিয়ার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।  

 

একুশে সংবাদ/এনএস

Link copied!