পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, বিদেশে বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে মিছিল, স্লোগান বা ডিম নিক্ষেপের মতো ঘটনা বাংলাদেশের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলছে।
শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিদেশে বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে মিছিল, স্লোগান বা ডিম নিক্ষেপের মতো ঘটনা বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে।
তিনি আরও উল্লেখ করেন, গত চার মাসে ভারতীয় মিডিয়া বাংলাদেশ নিয়ে ব্যাপক নেতিবাচক প্রচারণা চালিয়ে আসছে। তারা এমন তথ্য প্রচার করছে, যা দেখে মনে হতে পারে সীমান্তে যুদ্ধাবস্থা বিরাজ করছে এবং বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ নিপীড়নের শিকার হচ্ছে। ভারতীয়দের এসব অপপ্রচার রুখতে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটা অনিশ্চয়তা চলে আসছে। শিগগিরই একটা রোডম্যাপ আসবে। যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকার কাজ করছে।
এ ছাড়া বিদেশে দূতাবাসগুলোতে প্রবাসীদের প্রয়োজনীয় সহায়তা না পাওয়ার অনেক অভিযোগ সত্য বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, অনেক অভিযোগ সত্য, তবে সব না।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :