তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডের একটি গ্যারেজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার (১২ জানুয়ারি) সকাল ৮টা ৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করে। পরে সকাল ৮টা ৩৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
রোববার (১২ জানুয়ারি) ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (মিডিয়া সেল) মো. তালহা বিন জসিম এ তথ্য জানিয়েছেন। এর আগে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান বলেন, রোববার সকাল ৮টা ৫ মিনিটে আগুন লাগার খবর আসে। পরে ৮টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ট্রাকস্ট্যান্ডের একটি গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
একুশে সংবাদ//ঢা.প//র.ন
আপনার মতামত লিখুন :