দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ শেখ পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বেআইনিভাবে বরাদ্দ নেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছে।
রোববার (১২ জানুয়ারি) দুদক মহাপরিচালক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শেখ হাসিনা ও শেখ রেহানাসহ মোট ১৬ জনের বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছে।
গত ২৬ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) এ বিষয়ে অনুসন্ধান শুরু করে। ওইদিন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় পূর্বাচল নতুন শহর প্রকল্পের কূটনৈতিক জোনে ছয়টি প্লট বরাদ্দ নিয়েছেন।
এই প্লটগুলো শেখ হাসিনা নিজের নামে এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), ছোট বোন শেখ রেহানা, ছোট বোনের ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিকী ববি, এবং ছোট বোনের মেয়ে আজমিনা সিদ্দিকীর নামে বরাদ্দ নেওয়া হয়। প্লটগুলো ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রোডে অবস্থিত, প্রতিটি ১০ কাঠা করে মোট ৬০ কাঠা।
তিনি বলেন, পত্রিকার ক্লিপিংয়ে বর্ণিত অভিযোগসমূহ সুনির্দিষ্ট, তথ্যভিত্তিক এবং কমিশনের তফসিলভুক্ত অপরাধ মর্মে প্রতীয়মান হওয়ায় বিষয়টি কমিশনের বিশেষ তদন্ত শাখা থেকে অনুসন্ধান করা সমীচীন মর্মে প্রতীয়মান হয়।
একুশে সংবাদ/আ.ট/এনএস
আপনার মতামত লিখুন :