AB Bank
ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ২৮ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের উপরে প্রভাব পড়বে না: প্রেস সচিব


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৫১ পিএম, ১২ জানুয়ারি, ২০২৫
ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের উপরে প্রভাব পড়বে না: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মন্তব্য করেছেন, বিভিন্ন পণ্য ও সেবায় ভ্যাট বাড়ালেও সাধারণ মানুষের ওপর খুব বেশি প্রভাব পড়বে না।

রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ট্যাক্সের টাকা বাংলাদেশের উন্নয়নে ব্যয় হবে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এ সময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব আশরোফা ইমদাদ এবং সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বাংলাদেশে ট্যাক্স ও জিডিপির অনুপাত ২০২১ সালের পর থেকে বেশ নেমে গেছে। এই বছরের প্রথম পাঁচ মাসে আমাদের ট্যাক্স ঘাটতি দাঁড়িয়েছে ৪২ হাজার কোটি টাকা। আমাদের লক্ষ্য ছিল ১ লাখ ৬৯ হাজার কোটি টাকা, তবে তা কিছুটা কমিয়ে ১ লাখ ২৬ হাজার কোটি টাকা হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ট্যাক্সের ভূমিকা গুরুত্বপূর্ণ, তাই সেই লক্ষ্যকে সামনে রেখে কিছু ভ্যাট আরোপ করা হয়েছে।

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে খরচ কমানোর চেষ্টা করা হচ্ছে। আগে বিদেশ সফরের সময় ৩০০ জনের বহর নিয়ে যাওয়া হতো, কিন্তু এখন এই সংখ্যা ৪০-৫০ জনের মধ্যে সীমাবদ্ধ থাকে, বলেন প্রেস সচিব।

এসময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব আশরোফা ইমদাদ এবং সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ঢ.প/এনএস

Link copied!