AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চিকিৎসক শুভাগত চৌধুরী মারা গেছেন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৩২ পিএম, ১৫ জানুয়ারি, ২০২৫
চিকিৎসক শুভাগত চৌধুরী মারা গেছেন

চিকিৎসক ও লেখক অধ্যাপক শুভাগত চৌধুরী মারা গেছেন। আজ বুধবার সকাল ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। শুভাগত চৌধুরীর ভাই অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, শুভাগত চৌধুরী ক্যানসারে আক্রান্ত ছিলেন। তিনি চিকিৎসা নিচ্ছিলেন। সকালে বাসায় অচেতন হয়ে পড়লে তাঁকে ইব্রাহিক কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হলে পরীক্ষার পর তাঁকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

অরূপ রতন চৌধুরী আরও জানান, শুভাগত চৌধুরীর দুই মেয়ে দেশের বাইরে থাকেন। তাঁরা এলে শেষকৃত্য নিয়ে সিদ্ধান্ত হবে। আপাতত হাসপাতালের হিমঘরে মরদেহ রাখা হবে।

১৯৪৭ সালে সিলেটে জন্মগ্রহণ করা শুভাগত চৌধুরী বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞান শাখায় বিশেষ অবদানের জন্য ২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন।

কর্মজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন এবং পরে একই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর বারডেমসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করেন।

চিকিৎসাবিজ্ঞানে তিনি অসংখ্য গ্রন্থ, গবেষণা ও প্রবন্ধ রচনা করেছেন। তাঁর গবেষণার মূল বিষয় ছিল প্রাণরসায়ন, পুষ্টি ও চিকিৎসা-শিক্ষা পদ্ধতি।


একুশে সংবাদ/ এস কে
 

 


 

 

 

Link copied!