AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সমস্যা বাম চোখে, শিশুর ডান চোখ অপারেশন করলেন চিকিৎসক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৩০ পিএম, ১৫ জানুয়ারি, ২০২৫
সমস্যা বাম চোখে, শিশুর ডান চোখ অপারেশন করলেন চিকিৎসক

রাজধানীর একটি হাসপাতালে বাম চোখে সমস্যা নিয়ে ভর্তি হওয়া দেড় বছরের শিশু ইরতিজার অপারেশন করতে গিয়ে ভুল করে তার ডান চোখে অস্ত্রোপচার করেছেন চিকিৎসক।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে ধানমন্ডির একটি চক্ষু হাসপাতালে এই ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে শিশু ইরতিজাকে চোখের সমস্যার জন্য পরিবারের লোকজন ধানমন্ডির একটি চক্ষু হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক ইরতিজার বাম চোখে ময়লা জাতীয় বস্তু থাকার বিষয়টি নিশ্চিত করেন। এরপর অ্যানেসথেসিয়া দিয়ে সব পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়।

তবে অস্ত্রোপচার শেষে পরিবারের সদস্যরা দেখতে পান, বাম চোখের পরিবর্তে ভুল করে ইরতিজার ডান চোখে অস্ত্রোপচার করা হয়েছে। বিষয়টি জানালে চিকিৎসক শিশুটিকে আবার অস্ত্রোপচার কক্ষে নিয়ে গিয়ে বাম চোখে অপারেশন করেন।

এই ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন শিশুটির স্বজনরা। তবে ঘটনা জানাজানির পর অভিযুক্ত চিকিৎসক গা ঢাকা দিয়েছেন।

ভুক্তভোগী মা জানান, এ ঘটনা ঘটিয়ে চিকিৎসক রোগীকে ছাড়পত্র না দিয়ে পালিয়ে গেছেন। ওই চিকিৎসকের লাইসেন্স বাতিল করা হোক, তিনি যেন এভাবে আর কারো জীবন নষ্ট করতে না পারেন।

আই হসপিটালের প্রধান নির্বাহী বলেন, এ ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ধানমন্ডি থানা অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমেদ মাসুদ বলেন, ‘ভুক্তভোগী যখনই অভিযোগ দেবেন, তখনই আইনি ব্যবস্থা নেওয়া হবে। সেটা যেই অপরাধ হোক না কেন ছাড় দেব না।’
 

একুশে সংবাদ/আ.ট/এনএস

Link copied!