AB Bank
ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শুক্রবারে মেট্রোরেলের সময়সূচি পরিবর্তন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৫৬ পিএম, ১৬ জানুয়ারি, ২০২৫
শুক্রবারে মেট্রোরেলের সময়সূচি পরিবর্তন

রাজধানীর জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল এখন থেকে সাপ্তাহিক ছুটির দিন, অর্থাৎ শুক্রবার, দুপুর ৩টা থেকে শুরু হয়ে রাত ৯.৪০ পর্যন্ত চলাচল করবে। এর ফলে বন্ধের দিন মেট্রোরেলের চলাচলের সময় বৃদ্ধি পেয়েছে।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এই নতুন সময়সূচি ঘোষণা করেছে, যা তাদের উপ-ব্যবস্থাপক (প্রশাসন) কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ১৭ জানুয়ারি থেকে প্রতি শুক্রবার দুপুর সাড়ে ৩টার পরিবর্তে মেট্রোরেল চলাচল শুরু হবে দুপুর ৩টা থেকে। এই অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন দুপুর ৩টায় ছাড়বে এবং সর্বশেষ ট্রেন রাত ৯টায় ছাড়বে।

অন্যদিকে, মতিঝিল থেকে প্রথম ট্রেন দুপুর ৩টা ২০ মিনিটে ছাড়বে এবং সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে ছাড়বে। উভয় দিকের ট্রেনের মধ্যে বিরতি থাকবে ১০ মিনিট।

আরও জানানো হয়, উত্তরা উত্তর স্টেশন থেকে শুক্রবার দুপুর ২টা ৪৫ মিনিট থেকে এবং মতিঝিল স্টেশন থেকে দুপুর ৩টা ৫ মিনিটে একক যাত্রার টিকিট বিক্রি শুরু হবে। একই সঙ্গে র‌্যাপিড পাস কেনা এবং এমআরটি বা র‌্যাপিড পাসে টাকা প্রবেশ করানো যাবে।

মেট্রোরেল চলাচলের অন্য সব কার্যক্রম আগের মতোই অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!