গত পাঁচ মাসে সারা দেশে ৪০টি মাজারে ৪৪টি হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ শনিবার পুলিশ বিভাগের প্রকাশিত একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, যেখানে ১৭টি মাজারে হামলা হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে ১০টি এবং ময়মনসিংহ বিভাগে ৭টি মাজারে হামলার ঘটনা ঘটেছে। বিশেষ করে ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় একটি মাজারে চারবার হামলা হয়েছে।
পুলিশ আরও জানায়, গত ৪ আগস্ট থেকে সংঘটিত ৪৪টি হামলার ঘটনার সবকটিতেই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর এবং কোনো কোনো ক্ষেত্রে পুলিশ স্বপ্রণোদিত হয়ে বিভিন্ন থানায় ১৫টি নিয়মিত মামলা এবং ২৯টি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
এসব ফৌজদারি মামলায় ২৩ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এ ছাড়া দুটি নিয়মিত মামলায় ইতিমধ্যেই আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। আরও ১৩টি নিয়মিত মামলা এবং ২৯টি সাধারণ ডায়েরির তদন্ত চলমান রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ বিভাগ বলেছে, সারা দেশের মাজার ও দরগাহের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য পুলিশ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি সকল সংক্ষুব্ধ ব্যক্তিকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করার জন্য অনুরোধ করেছে।
পুলিশ আরও জানায়, এসব হামলা বন্ধে ও উদ্ভূত সমস্যা সমাধানে স্থানীয় বিরুদ্ধ পক্ষগুলোর সঙ্গে শান্তি সভা করা হয়েছে। এ ছাড়া সাধারণ জনগণ ও ধর্মীয় নেতাদের সঙ্গে নিয়ে সচেতনতামূলক কমসূচির ওপর জোর দিয়েছে কমিউনিটি পুলিশ।
অন্তর্বর্তী সরকার মাজারে যেকোনো ধরনের হামলা প্রতিহতের ব্যাপারে ‘জিরো টলারেন্স নীতি’ গ্রহণ করেছে। সরকারের পক্ষ থেকে সকল পুলিশ ইউনিটকে কঠোরভাবে মামলা তদন্ত এবং হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।
একুশে সংবাদ/ই.ট/এনএস
আপনার মতামত লিখুন :