বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ৮৯তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীতে জন্মগ্রহণ করেন তিনি।
একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের প্রধান হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেন তিনি। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাঁকে দেয়া হয় বীরউত্তম খেতাব। ১৯৭৫ এর ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্যদিয়ে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতার দৃশ্যপটে আবির্ভূত হন জিয়াউর রহমান।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন ১৯৭৭ সালে। আটাত্তরের জুনে রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। একজন সফল রাষ্ট্রনায়ক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তার খ্যাতি পাওয়া জিয়াউর রহমান ১৯৭৯ সালের সেপ্টেম্বরে গঠন করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। রাজনীতিতে নতুনত্ব আনেন ১৯দফা কর্মসূচি ঘোষণার মাধ্যমে।
মাত্র চার বছরের শাসন আমলেই কৃষি উৎপাদন, গার্মেন্টস শিল্পের বিকাশ, জনশক্তি রপ্তানি, নতুন নুতন কলকারখানা স্থাপনসহ স্বনির্ভরতা অর্জনে জিয়াউর রহমানের নেয়া উদ্যোগ ব্যাপক সাড়া জাগায়।
১৯৮১ সালে এক ব্যর্থ সেনাঅভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউজে শাহাদাৎ বরন করেন জিয়াউর রহমান। বাংলাদেশি জাতীয়তাবাদের এই প্রাণপুরুষের অকাল মৃত্যু না হলে সে সময় দেশ আরও এগিয়ে যেতো বলেও মনে করেন, বিএনপির সিনিয়র নেতারা।
একুশে সংবাদ//বা.ভি//র.ন
আপনার মতামত লিখুন :