পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। পুলিশ, র্যাব ও আনসারের নতুন পোশাক যথাক্রমে লোহা (আয়রন), জলপাই (অলিভ) এবং সোনালি গমের (গোল্ডেন হুইট) রঙের হবে। এরপরই নেটিজেনদের মধ্যে পক্ষে-বিপক্ষে আলোচনা শুরু হয়েছে। এই আলোচনার মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র উমামা ফাতেমা এক সাক্ষাৎকারের কিছু অংশ স্যোশাল মিডিয়ায় ভাইরাল করেছেন, যেখানে তিনি পুলিশের পোশাক গোলাপি (পিঙ্ক) করার আহ্বান জানিয়েছেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক প্রশ্নের জবাবে উমামা ফাতেমা বলেন, পুলিশের পোশাক দ্রুত গোলাপি করা উচিত। তিনি বলেন, “আমার মনে হয়, গোলাপি একটি ভালো প্রতীক, পোশাক হিসেবে। গোলাপি একটি আই সুদিং কালার।”
তবে পুলিশের সব ইউনিটের জন্য গোলাপি পোশাক দরকার নেই, এমন ইঙ্গিত দিয়ে উমামা ফাতেমা বলেন, “যারা মানুষকে আটক করে, তাদের আবার গোলাপি পোশাক দেয়ার মানে হয় না। তবে যারা ট্রাফিক কন্ট্রোল করে, তাদের জন্য হয়তো গোলাপি পোশাক দেয়া যায়।”
উমামা ফাতেমার ওই ভিডিওটি সম্প্রতি ভাইরাল হলেও সাক্ষাৎকারটি উমামা ফাতেমা পুলিশের পোশাকের রং পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে না কি পরে দিয়েছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি।
একুশে সংবাদ/ব.জ/এনএস
আপনার মতামত লিখুন :