AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আবারও চেক বাউন্সের অভিযোগ রাজশাহীর ক্রিকেটারদের


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৪৭ পিএম, ২৮ জানুয়ারি, ২০২৫
আবারও চেক বাউন্সের অভিযোগ রাজশাহীর ক্রিকেটারদের

শক্তিশালী রংপুরের বিপক্ষে অল্প পুঁজি গড়লেও দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে জয় তুলে নেয় রাজশাহী। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল মিরপুরের উইকেট, যেখানে স্বাভাবিকের তুলনায় বাউন্স বেশি ছিল, যা রংপুরের ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। ম্যাচ শেষে এই কথা জানান তাসকিন আহমেদ।

গল্পের শুরুটা হয়েছিল অন্যভাবে, দিনের শুরুতেই দেশি ক্রিকেটারদের হাতে পেমেন্ট চেক তুলে দিয়েছিল রাজশাহী। তাই ম্যাচ শেষে তাসকিনের কাছে প্রশ্ন করা হয়েছিল এই চেক ক্যাশ হওয়া নিয়ে কোনো সন্দেহ আছে কি না। জবাবে তাসকিন বলেছিলেন, সমস্যা হওয়ার তো কথা নয়। কিন্তু যদি মিরপুরের পিচের তো বাউন্স করে তাহলে সমস্যা আছে।

তাসকিনের কথাই শেষ পর্যন্ত বাস্তবে রূপ নিয়েছে। সেই অতিরিক্ত বাউন্সের শিকার হয়েছেন রাজশাহীর বেশ কয়েকজন ক্রিকেটার। আরটিভিকে এই তথ্য নিশ্চিত করেছেন রাজশাহীর এক ক্রিকেটার।

তিনি বলেন, দলের চার ক্রিকেটারের চেক বাউন্স করেছে। তবে আমরা এখনও করিনি। আমি গতকাল (সোমবার) ডাক বাংলা ব্যাংকের চেক জমা দিয়েছি। ম্যানেজার বলেছে আজকে বিকেলের মধ্যে টাকা ক্যাশ হবে। চার পর্যন্ত সময় আছে দেখা যাক কি হয়।

কোন চারজনের চেক বাউন্স করেছে নাম জানতে চাওয়া হলে টিম ম্যানেজমেন্ট থেকে গোপন রাখার জন্য বলা বলে জানান তিনি। এদিকে বেশ কয়েকদিন ধরে দৈনিক ভাতা পাচ্ছিল দলটির না ক্রিকেটারা। এ বিষয়ে জানতে চাওয়া হয় এই ক্রিকেটারের কাছে।

আরটিভিকে তিনি বলেন, এই সমস্যাটা ছিল, গতকাল আমাদের ৪ দিনের দৈনিক ভাতার পেমেন্ট করা হয়েছে। বাকিটা খুব তাড়াতাড়ি দেওয়ার কথা জানিয়েছে ম্যানেজমেন্ট।

পেমেন্ট জটিলতাসহ নানান কারণে টুর্নামেন্টের শুরু থেকেই আলোচনায় রয়েছে দলটি। তবে কিছু দূরে সরিয়ে মাঠে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন তাসকিন-বিজয়রা।

ব্যাটে-বলে পারফরম করে গ্রুপ পর্বের শেষ তিন ম্যাচে জয় তুলে নিয়েছে রাজশাহী। রংপুরকে টানা দুই হারানোর পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিলেটকে ৫ উইকেটে হারিয়েছে তাসকিনের দল। ১২ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তিনে রয়েছে তারা। তবে প্লে-অফের জন্য তাদের তাকিয়ে থাকতে হবে খুলনা ও চিটাগংয়ে বাকি ম্যাচগুলোর দিকে।

ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। আর বাকি দুটি জায়গার জন্য লড়াই করছে রাজশাহী, চিটাগং ও খুলনা। গ্রুপ পর্বে চিটাগংয়ের ৩ ম্যাচ এবং খুলনার ২টি করে ম্যাচ বাকি রয়েছে। চিটাগং যদি কোনো ম্যাচ না জেতে এবং খুলনা যদি একটিতে হারে তাহলেই প্লে-অফের টিকিট পাবে রাজশাহী।

 

একুশে সংবাদ/আ.ট/এনএস

Link copied!