AB Bank
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ১৯ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লাল গালিচায় খাল খনন কাজের উদ্বোধন করলেন তিন উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৪১ পিএম, ২ ফেব্রুয়ারি, ২০২৫
লাল গালিচায় খাল খনন কাজের উদ্বোধন করলেন তিন উপদেষ্টা

রাজধানী ঢাকার জলাবদ্ধতা সমস্যার সমাধানে মিরপুরের বাউনিয়ায় ৬টি খাল পুনর্খননের কাজ শুরু হয়েছে। খালগুলো পুনর্খননের কাজের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টারা লাল গালিচায় হেঁটে খালে নামেন এবং ভাসমান স্কেভেটরে উঠে কাজের শুরু ঘোষণা করেন।

আজ রোববার সকালে খাল খননের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়, যার মাধ্যমে কাগজে নয়, বাস্তবে খাল উদ্ধারের কাজ শুরু হলো।

লাল গালিচায় নেমে খাল খনন উদ্বোধন করলেন তিন উপদেষ্টা

খাল খনন কাজ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘রাজধানীতে এবার সত্যিই সত্যি খাল উদ্ধার কাজ শুরু হলো। এই কাজে বাধা এলে সম্মিলিতভাবে তা প্রতিহত করা হবে।’

এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘অল্প সময়ে বড় সংকটের সমাধান এই সরকার করতে পারবে না। তবে এর একটি রূপরেখা করতে চায় অন্তর্বর্তী সরকার।’

খাল খনন কাজের উদ্বোধনে লাল গালিচার ব্যবহার নিয়ে এক সাংবাদিকের করা প্রশ্নের উত্তরে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমি ওটা (লাল গালিচা) খেয়াল করিনি।’

ঢাকা ও এর আশেপাশের ১৯টি খালকেই পর্যায়ক্রমে উদ্ধার করা হবে বলেও জানান পরিবেশ ও বন উপদেষ্টা। তিনি বলেন, ব্যয় সাশ্রয়ী পথেই সমন্বয় করা হবে এই কার্যক্রম।

 

একুশে সংবাদ/ই.ট/এনএস 

Link copied!