দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও তার পরিবারের বিরুদ্ধে ১৬৭ কোটি ৫৬ লাখ টাকার অবৈধ সম্পদ এবং ৮৫০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ৪টি মামলা দায়ের করেছে।
এ তথ্য জানিয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সেগুনবাগিচায় সংস্থার প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের জানান।
প্রথম মামলায় আ হ ম মুস্তফা কামাল ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন ২৭ কোটি ৫২ লাখ ৫৪ হাজার ৮৩১ টাকার সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া নিজ নামে ও প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত ৩২টি হিসাবে মোট ৪৪৬ কোটি ৪২ লাখ ৫৩ হাজার ৭৮৮ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
দ্বিতীয় মামলায় তার মেয়ে মিসেস কাশমিরি কামাল ও বাবা আ হ ম মুস্তফা কামালকে আসামি করা হয়েছে। মামলায় তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে প্রভাব ও আর্থিক সহায়তায় জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ৪৪ কোটি ১১ লাখ ৬২ হাজার ১৪৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ২৬ কোটি ৬৪ লাখ ১ হাজার ১৩৩ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে।
তৃতীয় মামলায় কাশফি কামাল ও তার পিতা-আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামালকে আসামি করা হয়েছে। মামলায় কাশফি কামালের নামে ৩১ কোটি ৭৮ লাখ ৮৩ হাজার ১৯৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া যায়। এছাড়া তিনি নিজ ও ব্যবসায়িক ৩৮ টি একাউন্টে মোট ১৭৭ কোটি ৪৮ লাখ ২৩ হাজার ৫৪৮টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।
চতুর্থ মামলায় নাফিসা কামালের নামে ৬২ কোটো ১৪ লাখ ৭৭ হাজার ৫১৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া যায়। এছাড়া তার নামীয় ব্যক্তিগত ও ব্যবসায়িক ১৭টি একাউন্টের মাধ্যমে মোট ১৯৯ কোটি ২৩ লাখ ৪০ হাজার ৫৪৭ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।
একুশে সংবাদ/ই.ট/এনএস
আপনার মতামত লিখুন :