AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে মেলাপ্রাঙ্গণে যাচ্ছেন বইপ্রেমীরা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:১৬ পিএম, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে মেলাপ্রাঙ্গণে যাচ্ছেন বইপ্রেমীরা

আজ চির গৌরবের অমর একুশে ফেব্রুয়ারি। প্রথম প্রহর থেকেই জাতি শ্রদ্ধাভরে স্মরণ করছে ভাষার জন্য আত্মদানকারী শহীদদের। বিভিন্ন সংগঠনসহ সব শ্রেণি-পেশার মানুষ ফুল হাতে নিয়ে শহীদ মিনারে আসছেন শ্রদ্ধা জানাতে।

শিশুরাও পিছিয়ে নেই—তারা বাবা-মায়ের সঙ্গে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছে। এরপর অনেকেই সোজা মেলার প্রাঙ্গণের দিকে হাঁটছেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে শহীদ মিনার ও আশপাশের এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর শিশু থেকে শুরু করে বয়স্ক, অধিকাংশরাই বইমেলায় ছুটে যাচ্ছেন। তাদের পোশাকে রয়েছে শহীদ দিবসের আবহ। 

ভাষা শহীদদের সমাধিতে বিএনপির শ্রদ্ধা

এ সময় কথা হয় মোহাম্মদপুর থেকে আসা বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আল-আমিনের সঙ্গে।

তিনি এই প্রতিবেদককে বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি যেসব বীরেরা মাতৃভাষা রক্ষার জন্য জীবন দিয়েছিল, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বইমেলায় এলাম। এখন মেলা ঘুরব আর পছন্দের সব লেখকের বই কিনব।

তামান্না ফেরদৌস, কাজ করেন একটি বেসরকারি ব্যাংকে। ছয় বছর বয়সী ছেলেকে নিয়ে এসেছেন বইমেলায়।

তিনি বলেন, ছেলেকে নিয়ে আগে আমি শহীদ মিনারে ফুল দিয়েছি। সে সময় তাকে বলেছি, কেন আজ সবাই ফুল দিচ্ছে। সেও অনেক আগ্রহভরে সেসব কথা শুনেছে। এবার হালকা নাস্তা সেরে আমরা বইমেলায় ঢুকব। এরপর শিশু প্রহরে কিছু সময় কাটিয়ে বেশ কয়েকটি বই কিনব।

এর আগে, পূর্বঘোষিত সময় অনুযায়ী আজ সকাল ৮টায় খুলে দেওয়া হয় অমর একুশে বইমেলা প্রাঙ্গণ। এরপর থেকে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে প্রাণের মেলায় ধীরে ধীরে বাড়তে শুরু করেছে পাঠক সমাগম।
 

 

Link copied!