AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কনসার্ট স্থগিত, জানা গেল কারণ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:১০ পিএম, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কনসার্ট স্থগিত, জানা গেল কারণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অনুষ্ঠিত হতে যাওয়া উন্মুক্ত কনসার্ট ‘রিবিল্ডিং দ্য নেশন’ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে আয়োজকরা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। পরদিন শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংস্কৃতিক সেলের সম্পাদক সালাউদ্দিন সৌরভ জানান, নিরাপত্তাজনিত কারণে কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে।

আগামীকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর পুরোনো বাণিজ্য মেলা মাঠ, আগারগাঁওয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কনসার্টটির। কিন্তু হঠাৎ করেই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার মাত্র একদিন আগে তা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

সালাউদ্দিন সৌরভ বলেন, কনসার্টে অংশগ্রহণকারী, দর্শক-শ্রোতা ও সংশ্লিষ্টদের নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এ কারণে পরিস্থিতি বিবেচনায় কনসার্টটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়োজনের কমতি ছিল না। কিন্তু কোনো ঝুঁকি নিতে চাইছি না।

তিনি বলেন, আমাদের পরিকল্পনা ছিল অনুষ্ঠানটি পরের সপ্তাহে পিছিয়ে নেব। কিন্তু পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে। এ জন্য ঈদের পর আয়োজনের পরিকল্পনা আছে আমাদের।

এর আগে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছিল, এই কনসার্টটি দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ কনসার্ট হতে যাচ্ছে। এই ভেন্যুতে একসঙ্গে কয়েক লাখ মানুষ নিরাপদে গান শুনতে পারবেন। দেশের বিভিন্ন ব্যান্ড তাদের গান পরিবেশনা করবে। দেশীয় সব শিল্পীদের নিয়ে কনসার্টের লাইনআপ সাজানো হয়েছে।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে হতে যাওয়া এ কনসার্টের প্রধান আকর্ষণ ছিল নগরবাউল জেমস। এতে আরও পরিবেশনা করার কথা ছিল ব্যান্ড চিরকুট, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, আর্টসেল, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কাকতাল, কুঁড়েঘর, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানসহ আরও অনেকে।

 

একুশে সংবাদ/ক.ব/এনএস

Link copied!