AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে উৎফুল্ল মুকসুদপুরে নেতা-কর্মীরা


বিএনপির সমাবেশকে কেন্দ্র করে উৎফুল্ল মুকসুদপুরে নেতা-কর্মীরা

দীর্ঘ প্রায় ১৭ বছর পর গোপালগঞ্জ শহরের পৌর পার্কে ২৪ ফেব্রুয়ারির (সোমবার) জেলা বিএনপির সমাবেশকে কেন্দ্র করে মুকসুদপুরের নেতা-কর্মীদের মধ্যে বইছে আনন্দের বন্যা।

গোপালগঞ্জ জেলা শহরসহ মুকসুদপুরেও দেখা যাচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন ও তোরণ।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে মুকসুদপুরের রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

জানাগেছে, আগামী ২৪ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টায় গোপালগঞ্জ পৌরপার্কে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আছাদুজ্জামান রিপন, প্রধান বক্তা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিশেষ অতিথি সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, খন্দকার মাসুকুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম পটু। সভাপতিত্ব করবেন জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান।

মুকসুদপুর  উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান বলেন, বিগত দিনে আওয়ামী লীগ ও তার পুলিশবাহিনী দিয়ে বিএনপির কণ্ঠরোধ করা হয়েছিল। 


উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তারেকুল ইসলাম রাজু বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে নিরলসভাবে বিএনপিকে শক্তিশালী করার চেষ্টা অব্যহত রেখেছি।


মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস বলেন, দীর্ঘ ১৭ বছর দেশে কোনো গণতান্ত্রিক পরিবেশ ছিল না।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সারা বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে।

 

একুষে সংবাদ/বিএইচ

Link copied!