AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব ও মেহেদী বরখাস্ত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৪৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব ও মেহেদী বরখাস্ত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং এস এম মেহেদী হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

বিপ্লব কুমারকে নিয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, গত ৬ আগস্ট থেকে কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে অবহিত না করে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ওই দিন থেকেই তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো।

মেহেদী হাসানকে নিয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, গত ৬ আগস্ট থেকে কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে অবহিত না করে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ওই দিন থেকেই তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালীন বিপ্লব কুমার সরকার বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এবং এস এম মেহেদী হাসান সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী তারা খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার।  ছাত্র–জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন অনেকে, এতে আহতের সংখ্যাও অনেক। এসব ঘটনায় এরই মধ্যে বেশ কয়েকজন পুলিশ সদস্য গ্রেপ্তার হয়েছেন। চাকরিচ্যুত হয়েছেন অনেকে। 

 

একুশে সংবাদ/ই.ট/এনএস

Link copied!