দেশ পরিচালনায় কিছু ক্ষেত্রে ব্যর্থতার বিষয়টি স্বীকার করে পরিস্থিতি উন্নত করতে সরকারের আন্তরিকতা অভাব নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আজ সোমবার রাজশাহীর পিটিআই সম্মেলন কক্ষে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণ এবং আইন প্রয়োগ বিষয়ে একটি কর্মশালায় আইন উপদেষ্টা এ কথা জানান।
এ সময় ড. আসিফ নজরুল বলেন, ‘নতুন বাংলাদেশে কয়েকটি ধ্বংস প্রতিষ্ঠান নিয়ে কাজ করছে সরকার। এর মধ্যে উল্লেখযোগ্য পুলিশ বাহিনী। নিয়োগ থেকে শুরু করে বাহিনীটির সব ক্ষেত্রেই ভঙ্গুরতা দেখা যায়। রাষ্ট্র পরিচালনায় বেশ কিছু জায়গায় ব্যর্থতা থাকলেও তা উত্তরণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে সরকার।’
উপদেষ্টা আরও বলেন, ফ্যাসিবাদের দোসররা কোটি কোটি টাকা খরচ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। ফ্যাসিবাদ দোসরদের কিছু অংশ দেশের বাইরে পালিয়ে গেলও অধিকাংশই দেশের ভেতরে অবস্থান করছে।
একুশে সংবাদ/ই.ট/এনএস
আপনার মতামত লিখুন :