AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, বিচ্ছিন্ন ঘটনা আগেও ঘটেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৪৭ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, বিচ্ছিন্ন ঘটনা আগেও ঘটেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার কোর কমিটির সভা শেষে সচিবালয়ে তিনি বলেন, অতীতেও বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, তবে সামগ্রিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। ৫৩ বছরে কোনো মিডিয়া কখনও বলেনি। পরিস্থিতি আগের মতোই। তবে সন্তোষজনক। ছোটখাটো ঘটনা ঘটছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো করার জন্য বাহিনীগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আজ রাতে দেখবেন পরিস্থিতি কী হয়।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি বলব, আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। এটা উন্নতি করার অবকাশ রয়ে গেছে। আগে হলে কী হতো? বনশ্রীর ঘটনাটা জানতে জানতে দুই দিন সময় লেগে যেত। এখন আমরা সাথে সাথে জেনে যাই। এ জন্য এমন মনে হয়। এসব ছোটখাটো ঘটনা, এগুলো আগেও ঘটেছে। দুয়েকদিন আগেও ঘটেছে। ভবিষ্যতে যেন না ঘটে, এ জন্য কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে সে ব্যাপারে আলোচনা হয়েছে।’

বিভিন্ন দাবির ব্যাপারে উপদেষ্টা বলেন, ‘আপনি পদত্যাগের কথা বলছেন। আমার তো জানাজাও হয়ে গেছে। দাফনও হয়ে গেছে। এই মন্ত্রণালয়ে দায়িত্ব পাওয়ার পর জীবিত অবস্থায় জানাজার সওয়াব পেয়ে গেছি।’

তিনি বলেন, ‘আগের সিস্টেমে হলে রাত আড়াইটায় আপনাদের কাউকে খুঁজেও পেতাম না। আমি আধাঘণ্টা আগে বলছি, আপনারা সবাই কিন্তু গিয়ে হাজির হয়েছেন।’

উপদেষ্টা বলেন, ‘পুলিশ আমি যে অবস্থায় পেয়েছিলাম, সে অবস্থার চেয়ে কি আরও ভালো হয়েছে না? কিন্তু হ্যা, তাদের কর্মকাণ্ড আরও বাড়ানোর স্কোপ আছে। এরা চেষ্টাও করছে। তাদের কমান্ডাররাও চেষ্টা করছে। এটা আস্তে আস্তে আরও ভালোর দিকে যাবে।’

অপারেশন ডেভিল হান্টের ব্যাপারে উপদেষ্টা বলেন, ‘অপারেশনটা করাই তো হয়েছে যাতে এ ধরণের ঘটনা হলে জলদি ব্যবস্থা নেওয়া যায়। রাজশাহীতে যে ঘটনা হয়েছে, আপনি দেখেন সাথে সাথে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং যে ওসিরা মামলা নিতে বিলম্ব করেছে, তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। আমরা সাসপেন্ড করে দিসি। অন্য সময় হলে কিন্তু এত তারাতারি হতো না। আপনারা এটাও দেখেন, আমরা অনেক সিনিয়র পুলিশ অফিসারকেও কিন্তু ক্লোজ করে নিয়ে এসেছি, আপনাদের রিপোর্টের ওপর ভিত্তি করে। আপনারা অনুসন্ধানি সাংবাদিকতা চালিয়ে যান, আমরা খুব খুশি হবো। সত্যি যেটা সেটাই বলেন।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আগে কি হতো? একটা ঘটনা হলে মানুষ এগিয়ে আসত। এখন ছবি তোলে। মানুষের মনও আসলে পরিবর্তন হয়েছে। আমাদের অন্যের বিপদে এগিয়ে আসতে হবে। জনগণের মধ্যে এই সচেতনতাও বাড়াতে হবে।’

 

একুশে সংবাদ/ই.ট/এনএস

Link copied!