AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নাহিদ ইসলাম পদত্যাগ করেননি : প্রেস সেক্রেটারি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৪০ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
নাহিদ ইসলাম পদত্যাগ করেননি : প্রেস সেক্রেটারি

প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এখনও পদত্যাগ করেননি। আমি এখন পর্যন্ত এমন কোনো তথ্য জানি না।

তিনি বলেন, নতুন রাজনৈতিক দল গঠনসহ অন্যান্য বিষয়ে নাহিদ ইসলামের ইচ্ছায় হবে। এটাতে সরকার কোনো মন্তব্য করতে চায় না।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে শফিকুল আলম এসব কথা বলেন।

প্রেস সেক্রেটারি বলেন, সরকারি সব অফিসে ই-ফাইলিং করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এখন থেকে যেন‌ সরাসরি ফাইল না‌ দিতে বলা হয়েছে। দ্রুত ই-ফাইলিং করার সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।

এছাড়াও সব প্রকল্পে তৃতীয় পক্ষের লোকজন দিয়ে প্রকল্প মূল্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসময় ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

 

একুশে সংবাদ/ঢ.প/এনএস

Link copied!