জাতীয় শহীদ সেনা দিবসে দেশের সার্বিক পরিস্থিতি এবং পিলখানা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান না বুঝে মন্তব্য করেননি। তার কথায় যথেষ্ট যুক্তি আছে বলে মনে করেন শ্রম উপদেষ্টা ব্রি. জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সেনাপ্রধানের বক্তব্য বিষয়ে গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে তিনি এমন মন্তব্য করেন। গণমাধ্যমদের প্রশ্নের জবাবে ব্রি. সাখাওয়াত বলেন, বর্তমান সেনাপ্রধান অত্যন্ত দক্ষ এবং স্ট্রেট ফরোয়ার্ড লোক।
তিনি আরও বলেন, ‘সেনাপ্রধান আমার জন্য অনেক উঁচু স্তরের লোক। তিনি একটি বাহিনী চালাচ্ছেন এবং তিনি কোনো কথা না বুঝে বলেন নাই। আমি যতটুক ওনাকে চিনি, তিনি অনেক সোজাসাপ্টা লোক। যা বলার, মানুষের মুখের ওপর বলেন। তার ওপর আমার অনেক সম্মান আছে।’ তবে বক্তব্যের ব্যাখ্যা কেবল সেনাপ্রধানই দিতে পারবেন বলে মনে করেন তিনি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :