চলতি মার্চ মাসে পবিত্র রমজানের সময়ে তাপপ্রবাহের পাশাপাশি তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (২ মার্চ) প্রকাশিত মার্চ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়।
এতে বলা হয়, চলতি মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় অথবা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।
মার্চ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক থেকে দুটি মৃদু অথবা মাঝারি ধরণের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, চলতি মাসে দেশে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা/মাঝারি ধরণের এবং একদিন তীব্র কালবৈশাখি ঝড় হওয়ার সম্ভবনা রয়েছে।
এ ছাড়া মার্চ মাসে দেশের প্রধান নদ-নদী সমূহে স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।
একুশে সংবাদ/আ.ট/এনএস
আপনার মতামত লিখুন :