কালীগঞ্জে ২৫ মার্চ গণগত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন ও পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষে বাজার মনিটরিং সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ`র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভ‚মি) নূরী তাসমিন ঊর্মি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন, প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহ্মুদুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার।
এসময় আরোও উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, মৎস্য অফিসার সুলতানা রাজিয়া, থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ আহম্মেদ মৃধা, উপজেলা জামায়াত ইসলামের নায়েবে আমীর হাজী মো. আফতাব উদ্দিনসহ বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক ও প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ।
সভায় আগামী ২৫ মার্চ গণগত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় কিভাবে সুন্দর ভাবে পালন করা যায় সে ব্যাপারে উপস্থিত অতিথিবৃন্দ মতামত তুলে ধরেন। তাছাড়া পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষে বাজার মনিটরিং সংক্রান্ত বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়। অতিথিদের মতামতের ভিত্তিতে সভায় নানা সিদ্ধান্ত গৃহিত হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশসক পৌর সভা কর্তৃক আয়োজিত উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালে ‘‘গবাদী পশু পালন বিষয়ক প্রশিক্ষণ” কর্মশালায় অংশগ্রহন করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :