AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি কর্মকর্তা-কর্মচারীর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৫১ পিএম, ৫ মার্চ, ২০২৫
বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি কর্মকর্তা-কর্মচারীর

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবি জানিয়েছেন সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা।

দাবি আদায়ে তারা আগারগাঁওয়ের বিএসইসি ভবনে চেয়ারম্যান ও অন্যান্য কমিশনারদের চার ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ করে রাখেন।

সেনাসদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাহারায় রাশেদ মাকসুদ ও কমিশনের সদস্যরা কার্যালয় ছাড়ার সময় কর্মচারীরা তার পদত্যাগ দাবি করে স্লোগান দেন।

এর আগে বুধবার বেলা সোয়া ১১টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত বিএসইসির মূল ফটক বন্ধ ছিল। কেউ ভেতরে যেতে পারেননি।সাড়ে ৩টার কিছু আগে সেনাবাহিনীর একটি দল এসে ভেতরে অবস্থান নেয়।

মঙ্গলবার নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর দাপ্তারিক আদেশ দেয় বিএসইসি চেয়ারম্যান। তার পরদিনই এই ঘটনা ঘটল।

মূল ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা বলছেন, কিছু কর্মকর্তা প্রতিটি ফ্লোরের কাচের ফটকগুলোও বন্ধ করে দিয়েছেন। তাই এক ফ্লোরের কর্মচারীরা অন্য ফ্লোরে যেতে পারছেন না।

এ বিষয়ে জানার জন্য বিএসইসির মুখপাত্রসহ দায়িত্বশীল কয়েকজন কর্মচারীকে ফোন করলে তাদের দাপ্তরিক ও ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

নির্বাহী পরিচালক সাইফুর রহমান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় বিএসইসির মুখপাত্র ছিলেন। ক্ষমতার পটপরিবর্তনের পর গত অগাস্টে তাকে অন্য বিভাগে পাঠানো হয়। সর্বশেষ নভেম্বরে তাকে করপোরেট অ্যাপেয়ার্স বিভাগে বদলি করা হয়।

 

একুশে সংবাদ/ব.জ/এনএস

Link copied!