AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিদ্ধিরগঞ্জ থেকে বিদেশি রিভলবারসহ আটক ১ জন


সিদ্ধিরগঞ্জ থেকে বিদেশি রিভলবারসহ আটক ১ জন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বিদেশি রিভলবারসহ মেহেদী হাসান (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যারাতে পাঠানটুলির পানির কল এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৫মার্চ) দুপুরে র‌্যাব-১১ এর কোম্পানী কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত ব্যক্তি সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার মো. রহিমের ছেলে।

র‌্যাব জানায়, তাদের নিয়মিত টহলের অংশ হিসেবে গতকাল রাতে পাঠামটুলি পানিরকলের এসিআই গেইটের সামনের সড়কে র‌্যাবের অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি করছিল। তখন এই যুবককে সন্দেহের বসে তল্লাশী করা হলে তার পড়নে থাকা প্যান্টের ডান পাশের কোমরে গোজা অবস্থায় খালি ম্যাগাজিনযুক্ত ১টি বিদেশি বিনিয়োগ রিভলবার পাওয়া যায়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, তার অস্ত্রের কোনো বৈধ লাইসেন্স নেই। সে মূলত অবৈধ ভাবে বিদেশি অস্ত্র সংগ্রহ করে অসৎ উদ্দেশ্যে বহন করছিল।

আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানাযায়।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!