চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) প্রথম জয়ের দেখা পেলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। মাহিদুল ইসলাম অঙ্কন ও তাওহীদ হৃদয়ের অপরাজিত ফিফটির ইনিংসে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারালো তারা।
মিরপুরে বৃহস্পতিবার (৬ মার্চ) ২২৩ রান তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে ৭৩ বল হাতে রেখেই জয় তু্লে নেয় মোহামেডান। অঙ্কন ৯৭ বলে ৮১ রানে আর ৪৭ বলে ৭৪ রানে অপরাজিত ছিলেন হৃদয়।
চলতি ডিপিএলের শুরুটা ভালো হয়নি মোহামেডানের। অভিজ্ঞ দল নিয়েও তারা হেরেছিল নবাগত গুলশান ক্রিকেট ক্লাবের কাছে। তাও ১০৭ রানের বড় ব্যবধানে।
দ্বিতীয় ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়ালো তামিম বাহিনী। বোলারদের পর নৈপুণ্য দেখিয়েছে ব্যাটাররাও। এদিন রান তাড়ায় নেমে শুরুটাও যদি খুব একটা ভালো হয়নি। দলের খাতায় ২৭ রান যোগ হতে ব্যক্তিগত ১৪ রানের ইনিংসে বিদায় নেন অধিনায়ক তামিম। আরেক ওপেনার রনি তালুকদার আউট হন ৩৬ রানে, দলের সংগ্রহ তখন ৭৪ রান। দলীয় ১০৬ রানে ব্যক্তিগত ১৫ রানের ইনিংসে আউট হন আরিফুল ইসলাম।
চতুর্থ উইকেট জুটিতে রূপগঞ্জের বোলারদের আর কোনো সুযোগই দেননি অঙ্কন ও হৃদয়। শুরুতে দেখেশুনে খেললেও ধীরে ধীরে আক্রমণাত্মক হয়ে ওঠেন দুজন। হাঁকিয়ে নেন ফিফটি। দলের জয় নিশ্চিত করেন ৭৩ বল আগেই। ৯৭ বলে ৫ চার ও ২ ছক্কায় সাজানো ছিল অঙ্কনের ৮১ রানের ইনিংসটি। অন্যদিকে মারকুটে হৃদয়ের ৪৭ বলে ৭৪ রানের ইনিংসটি সাজানো ছিল ১১ চার ও ১ ছক্কায়।রূপগঞ্জের হয়ে ১টি করে উইকেট নেন ফাহাদ হোসেন, এনামুল হক আশিক ও মাহমুদুল হাসান।
এর আগে বল হাতে নৈপুণ্য দেখিয়েছিলেন মোহামেডানের বোলাররা। এবাদত হোসেন, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজদের তোপে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২২ রানে আটকে যায় রূপগঞ্জ। দলের পক্ষে ৫১ বল মোকাবিলায় সর্বোচ্চ ৪১ রান করেন মোহাম্মদ আল আমিন জুনিয়র।
এছাড়া ৫৪ বলে ৩৭ রান করেন তানভীর হায়দার। মোহামেডানের পক্ষে এবাদত ৩৭ রান খরচে, তাইজুল ২৯ রান খরচে আর মিরাজ ৩৪ রান খরচে সমান ২টি করে উইকেট নেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :