জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে সংস্কার কমিশনগুলোর সুপারিশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর প্রক্রিয়া শুরু করেছে।
এই ধারাবাহিকতায় আজ (২৩ মার্চ) বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সঙ্গে সংলাপে বসছে কমিশন।
ইতোমধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ কার্যক্রম শুরু হয়েছে।
সকাল সাড়ে ৯টায়: জাতীয় সংসদ ভবনের এলডি হলে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে বৈঠক চলছে। এতে নেতৃত্ব দিচ্ছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ।
দুপুর ১টা: কমিশনের কাছে সংস্কার-সংক্রান্ত মতামত উপস্থাপন করবে বিএনপি।
দুপুর ২টা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সংলাপে বসবে কমিশন।
দুপুর আড়াইটায়: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) তাদের সংস্কার সংক্রান্ত মতামত উপস্থাপন করবে।
সংস্কার কার্যক্রমে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গঠনের লক্ষ্যে কমিশন গত বৃহস্পতিবার (২০ মার্চ) থেকে সংলাপ শুরু করে।
প্রথম সংলাপ হয় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে।শনিবার (২২ মার্চ), খেলাফত মজলিশের সঙ্গে বৈঠক করে কমিশন।
আজ বিএনপি, এনসিপি ও সিপিবির সঙ্গে আলোচনার পর আরও দলগুলোর সঙ্গে সংলাপ অব্যাহত থাকবে।
সংস্কার সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা পরবর্তী দিনগুলোতেও চলবে।
একুশে সংবাদ// আ. ট// এ.জে
আপনার মতামত লিখুন :