শেরপুরে চার বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় অভিযুক্ত কিশোর রাকিব মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে সদর উপজেলার ধলা ইউনিয়নের ধলাকান্দা গ্রামে ওই ঘটনা ঘটে। গ্রেফতারকৃত রাকিব ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে।
এদিকে ভিকটিম শিশুটিকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে সদর থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।
শিশুটির স্বজন ও মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শিশুটির পার্শ্ববর্তী প্রতিবেশী কিশোর রাকিব মিয়া শিশুটিকে তাদের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটির ডাক চিৎকারে শিশুর বাবা ও দাদি ঘটনাস্থলে গেলে রাকিব মিয়া শিশুটিকে ফেলে পালিয়ে যায়। পরে স্বজনরা শিশুটিকে রাতেই শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে। বিষয়টি শেরপুর সদর থানা পুলিশকে জানালে শুক্রবার ভোরে অভিযুক্ত রাকিব মিয়াকে গ্রেফতার করে।
জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক খন্দকার রাহাত মাহফুজ জানান, শিশুটি হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি রয়েছে। সে এখন আশঙ্কামুক্ত রয়েছে।
এব্যাপারে শেরপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি জানার সাথে সাথে অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়েছে। একইসাথে সদর থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি মামলা রুজু করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :