AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রক্সি সুবিধা পেতে পারেন প্রবাসীরা, একজন দেবেন সর্বোচ্চ ৩ ভোট


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৩৭ পিএম, ৬ এপ্রিল, ২০২৫
প্রক্সি সুবিধা পেতে পারেন প্রবাসীরা, একজন দেবেন সর্বোচ্চ ৩ ভোট

জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রক্সি ভোটের সুবিধা চালুর প্রস্তাব করছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে দেশের বাইরে থাকা নাগরিকদের হয়ে দেশের একজন নির্ধারিত ব্যক্তি সর্বোচ্চ নিজের ভোটসহ তিনটি ভোট দিতে পারবেন—এমন বিধান সংযোজন করা হতে পারে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও)।

রোববার (৬ এপ্রিল) নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্বাচন কমিশনার এ তথ্য জানান।

তিনি বলেন,“নতুন এই নিয়ম কার্যকর হলে শুধু জাতীয় সংসদ নয়, স্থানীয় সরকার নির্বাচনেও প্রবাসীরা প্রক্সি পদ্ধতিতে ভোট দিতে পারবেন। তবে প্রতিটি ভোটের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে, এবং ভোটের অন্তত ৩০ দিন আগে আবেদন জমা দিতে হবে।”

কীভাবে কাজ করবে প্রক্সি পদ্ধতি?

  • নির্ধারিত ব্যক্তি হতে পারেন: স্বামী/স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাই-বোন অথবা ভাই-বোনের সন্তান।

  • প্রবাসী ও নির্ধারিত ব্যক্তি একই সংসদীয় এলাকার একই ভোট কেন্দ্রের ভোটার হতে হবে।

  • একজন ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি নিজের ভোটসহ সর্বোচ্চ তিনটি ভোট দিতে পারবেন।

কেন এই উদ্যোগ?
বর্তমান নির্বাচন কমিশন বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে। প্রবাসীদের ভোট ব্যবস্থায় যুক্ত করতে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বলে মনে করছে কমিশন।

এই সংশোধনী গণপ্রতিনিধিত্ব আদেশে (RPO) অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে।

 

একুশে সংবাদ//ঢ.প/এ.জে

Link copied!