বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে নতুন মাইলফলক ছুঁলেন ডা. বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে তিনি জয় করেছেন হিমালয়ের অন্নপূর্ণা-১ পর্বত (৮,০৯১ মিটার)। সোমবার (৭ এপ্রিল) সকালে তিনি এই শৃঙ্গে পা রাখেন এবং সেখানে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।
এই অভিযানে তার সঙ্গী ছিলেন- অভিজ্ঞ শেরপা গাইড ফূর্বা অংগেল শেরপা। বাবর আলী পেশায় একজন চিকিৎসক। পাশাপাশি তিনি চট্টগ্রামভিত্তিক পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স–এর অন্যতম প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছেন।
এটাই প্রথম নয়, এর আগেও পর্বতারোহণে তিনি বাংলাদেশের নাম উঁচু করেছেন। ২০২৪ সালে, একই অভিযানে তিনি জয় করেন বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট এবং চতুর্থ সর্বোচ্চ লোৎসে— যা তাকে দেশের প্রথম এবং একমাত্র ব্যক্তি হিসেবে এই কৃতিত্ব এনে দেয়।
অন্নপূর্ণা-১, হিমালয়ের অন্যতম দুর্গম এবং বিপজ্জনক শৃঙ্গ হিসেবে পরিচিত। এই শৃঙ্গজয় বাবর আলীর অদম্য সাহস, শারীরিক সক্ষমতা এবং মানসিক দৃঢ়তার একটি অনন্য প্রমাণ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :