AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৩১ পিএম, ৭ এপ্রিল, ২০২৫
ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি

গাজা সংঘাতে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন স্থানে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে ঢাকায় অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

সোমবার (৭ এপ্রিল) গুলশানে অবস্থিত দূতাবাস থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ সতর্কতা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, “গাজা পরিস্থিতির প্রতিক্রিয়ায় ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ হতে পারে, যা বড় পরিসরের গণসমাবেশে রূপ নিতে পারে। এই অবস্থায় দূতাবাসের জনসেবা আজ বিকেল থেকে সীমিত থাকবে।”

দূতাবাস আরও জানায়, শান্তিপূর্ণ বিক্ষোভও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সহিংসতায় রূপ নিতে পারে, তাই মার্কিন নাগরিকদের প্রতি জনসমাগম ও বিক্ষোভস্থল এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

নাগরিকদের নিরাপত্তা পরিকল্পনা হালনাগাদ রাখা, স্থানীয় সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিয়মিত পরিস্থিতির খোঁজখবর রাখা এবং জরুরি প্রয়োজনে চার্জযুক্ত মোবাইল ফোন সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়াও মার্কিন নাগরিকদের বলা হয়েছে, যানজট ও নিরাপত্তাজনিত কারণে চলাচলে সীমাবদ্ধতা আসতে পারে, তাই পরিকল্পনা অনুযায়ী চলাফেরা করা এবং প্রয়োজনে বিকল্প রুট বেছে নেওয়া উচিত।

 

একুশে সংবাদ/বিএইচ/বা জা

Link copied!