AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোসলে নেমেই ঝালকাঠিতে মৃত্যুর কোলে মাদ্রাসা শিক্ষার্থী


গোসলে নেমেই ঝালকাঠিতে মৃত্যুর কোলে মাদ্রাসা শিক্ষার্থী

ঝালকাঠি পৌর শহরের গুরুধাম খালে গোসলে নেমে মাহাদী (১২) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। দীর্ঘ সময় খোজাখুজির পরে বিকেল ৩টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ মাহাদী নথুল্লাবাদ এলাকার লাটিমসার গ্রামের ও রহিমা বেগম দম্পতির ছেলে। তারা ঝালকাঠির কৃষ্ণকাঠী এলাকায় ভাড়া বাসায় থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাহাদী স্থানীয় একটি মাদরাসার ছাত্র। দুপুরের দিকে কয়েকজন বন্ধুর সঙ্গে গুরুধাম খালে গোসল করতে নামে সে। একপর্যায়ে মাহাদী পানিতে তলিয়ে যায়। বন্ধুরা অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। পরে তারা স্থানীয়দের খবর দেয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।

মাহাদীর বাবা আব্দুর রহমান জানান, সকালে মাহাদী বন্ধুদের সাথে বাসা থেকে বের হয়। পরে শুনেছি ও গুরুধাম খালে গোসল করতে গেছে। দুপুর একটার দিকে মাহাদী নিখোঁজ হওয়ার ঘটনাটি আমাকে স্থানীয়রা জানায়।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম আরো বলেন, খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বিকেল ৩টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়।

ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক মিলন মল্লিক বলেন, মাহাদী দুপুরে তিন চার বন্ধুকে নিয়ে গরুধাম খালে গোসল করতে নেমে নিখোঁজ হলে দুই ঘন্টা পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় খাল থেকে মাহাদীর নিথর দেহ উদ্ধার করা হয়। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!