AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মদনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত


Ekushey Sangbad
মোঃ সাকের খান, মদন, নেত্রকোণা
০২:১০ পিএম, ৯ এপ্রিল, ২০২৫
মদনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বাস্তবায়ন বিষয়ে অবহিতকরণ সেমিনার বুধবার (৯ এপ্রিল) সকাল ১১টায় নেত্রকোনার মদন উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত-এর সভাপতিত্বে আয়োজিত এ সেমিনারে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরু, বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, মদন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির রিয়াজ উদ্দিন ইদ্রিস মাস্টার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন, তিয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মাষ্টার, যুবদলের সাবেক সভাপতি সাইফুদ্দিন আহমেদ শেকুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন মদন থানা পুলিশের এসআই মোঃ গোলাম রসুল, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক আঙ্গুর রহমান ভূঁইয়া।

সেমিনারে বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরু বলেন, “ভোক্তা অধিকার রক্ষায় আইন প্রণয়নের ফলে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা বেড়েছে। এ বিষয়ে জনসচেতনতা বাড়লে ভোক্তার অধিকার সংরক্ষণ আরও সহজ হবে।”

উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন বলেন, “ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল মেশানো ইসলাম বিরোধী কাজ এবং দণ্ডনীয় অপরাধ। আল্লাহর প্রতি বিশ্বাস রেখে সৎভাবে কাজ করতে হবে।”

রিয়াজ উদ্দিন ইদ্রিস মাস্টার বলেন, “আইন কেবল শাস্তি দেওয়ার জন্য নয়, বরং এটি একটি প্রতিরোধমূলক ব্যবস্থা—সবারই আত্মসংশোধন প্রয়োজন।”

বিএনপি নেতা রফিকুল ইসলাম আকন্দ বলেন, “ভেজাল খাবারের কারণে মানবদেহে নানা ধরনের জটিল রোগের সৃষ্টি হচ্ছে। কৃত্রিম রঙ ও ক্ষতিকর রাসায়নিক ব্যবহারে কড়াকড়ি নজরদারি ও শাস্তির আওতায় আনা জরুরি।”

সেমিনারে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ভোক্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!