AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লুটের অস্ত্র প্রত্যাশা অনুযায়ী উদ্ধার হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,সিলেট
০৪:২৪ পিএম, ১০ এপ্রিল, ২০২৫
লুটের অস্ত্র প্রত্যাশা অনুযায়ী উদ্ধার হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র এখনো প্রত্যাশিত মাত্রায় উদ্ধার সম্ভব হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার দুপুরে সিলেটের এয়ারপোর্ট থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা চৌধুরী বলেছেন, ৫ আগস্টের পর দেশের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র প্রত্যাশা অনুযায়ী এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে অস্ত্র উদ্ধারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

জাহাঙ্গীর আলম আরও বলেন, ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিল থেকে সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় যারা লুটপাট করেছে তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে না। ভিডিও ফুটেজ দেখে দেখে তাদেরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে।

তিনি বলেন, এ ক্ষেত্রে তারা কার আত্মীয় কার স্বজন এসব কোনকিছুই বিবেচনা করা হচ্ছে না। যে অন্যায় করেছে তাকেই আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে।

সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, যারা ছিনতাই করে নিয়ে যাচ্ছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। এসব ঘটনার ক্ষেত্রে সংবাদ কর্মীদের সত্যি ঘটনা তুলে ধরারও আহবান জানান তিনি।

পুলিশের নানান সংকট রয়েছে উল্লেখ করে জাহাঙ্গীর আলম বলেন, অনেক সময় পুলিশের অ্যাকশন নিতে দেরি হয়। কারণ অনেক গাড়ি নষ্ট হয়েছে, থানা ফাঁড়ি পুড়ে গেছে। একটাও নতুন গাড়ি এখন পর্যন্ত কেনা সম্ভব হয়নি। তবে সবকিছুই আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে বলেও আশা প্রকাশ করেন উপদেষ্টা।

এর আগে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুপুর ১২টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন উপদেষ্টা। পরে সেখান থেকে বিমানবন্দর সংলগ্ন এয়ারপোর্ট থানা পরিদর্শন করেন উপদেষ্টা। এ সময় তাঁকে অভ্যর্থনা জানাতে থানায় লাল গালিচা বিছানো দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

 

একুশে সংবাদ/ই.ট/এনএস

Shwapno
Link copied!