রাষ্ট্রের সাংবিধানিক নাম পরিবর্তনের প্রস্তাবকে কেন্দ্র করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি জানিয়েছে, তারা ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নামের পরিবর্তে ‘জনকল্যাণ’ শব্দটি যুক্ত করার প্রস্তাব দিয়েছে।
বিবৃতিতে দলটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান জানান, সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রের নাম থেকে ‘গণপ্রজাতন্ত্রী’ শব্দটি বাদ দিয়ে ‘জনগণতন্ত্রী’ কিংবা ‘নাগরিকতন্ত্র’ যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ প্রেক্ষিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ‘তন্ত্র’ সংশ্লিষ্ট বিতর্ক এড়িয়ে রাষ্ট্রের নামের মধ্যে ‘জনকল্যাণ’ শব্দটি যুক্ত করার প্রস্তাব করেছে।
তিনি বলেন, “রাষ্ট্রের নাম তার আদর্শ, নীতি ও লক্ষ্যকে প্রতিফলিত করে। একটি কল্যাণমুখী রাষ্ট্র নির্মাণে ‘জনকল্যাণ’ শব্দটি যুক্ত করা প্রয়োজন, যা জনগণের কল্যাণকে রাষ্ট্রের মুখ্য উদ্দেশ্য হিসেবে চিহ্নিত করবে।”
বিবৃতিতে ইসলামী আন্দোলন দাবি করে, রাষ্ট্রের নাম পরিবর্তনের প্রস্তাব তারা দেয়নি, বরং সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই তারা মতামত দিয়েছে। এ বিষয়ে দলটির নামে বিভ্রান্তিকর তথ্য প্রচার করায় তারা ক্ষোভ প্রকাশ করেছে এবং দায়িত্বশীল সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ আরও জানিয়েছে, স্বৈরশাসনের ঝুঁকি হ্রাস ও রাষ্ট্রীয় ভারসাম্য রক্ষায় তারা ইতোমধ্যে বেশ কিছু প্রস্তাব কমিশনে জমা দিয়েছে। মাওলানা আতাউর রহমান বলেন, “প্রস্তাবগুলো যদি গঠনমূলক আলোচনার মাধ্যমে বিবেচনায় আনা হয়, তবে বাংলাদেশ একটি ন্যায়ভিত্তিক, ভারসাম্যপূর্ণ ও কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত হতে পারে।”
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :