AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শোভাযাত্রার প্রতিকৃতিতে আগুন, তদন্তে ফায়ার সার্ভিস ও পুলিশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:২১ পিএম, ১২ এপ্রিল, ২০২৫
শোভাযাত্রার প্রতিকৃতিতে আগুন, তদন্তে ফায়ার সার্ভিস ও পুলিশ

নববর্ষের রঙিন উৎসবের প্রস্তুতিতে যখন ঢাকার চারুকলা অনুষদ প্রাঙ্গণ সেজে উঠছিল উৎসবের আমেজে, তখনই ভোররাতে ঘটেছে এক অস্বাভাবিক অগ্নিকাণ্ড। নববর্ষ উপলক্ষে তৈরি দুটি শিল্পমোটিফে হঠাৎ আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস ঘটনাটিকে ‘রহস্যজনক’ বলে উল্লেখ করেছে এবং ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

শনিবার (১২ এপ্রিল) ভোর ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে পুরান ঢাকার সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মাত্র ১৮ মিনিটের মধ্যে, ৫টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের কর্মকর্তা রুহুল আমিন মোল্লা বলেন, শোভাযাত্রার জন্য অনেক মোটিফ তৈরি করা হয়েছিল। কিন্তু শুধু দুটি নির্দিষ্ট মোটিফে আগুন লাগা নিঃসন্দেহে রহস্যজনক। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপসহকারী পরিচালক মো. শাহজাহান শিকদার বলেন, পূর্ণাঙ্গ তদন্ত না করে আগুন লাগার কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়। আমরা সবদিক খতিয়ে দেখছি।

পুলিশ জানিয়েছে, যেসব মোটিফে আগুন লেগেছে, তার একটি ছিল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ এবং অপরটি ‘শান্তির পায়রা’। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, আগুন কিভাবে লাগল, সেটি খুঁজে বের করতে তদন্ত চলছে। ইতিমধ্যে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ শুরু করেছে পুলিশ।

ঘটনার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। চারুকলা অনুষদ এক বিবৃতিতে জানায়, ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ মোটিফটি কে বা কারা পুড়িয়ে দিয়েছে, তা এখনও নিশ্চিত নয়। তারা এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি নিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

 

একুশে সংবাদ/চ.ট/এনএস

Shwapno
Link copied!