দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার টাকা ছাড়িয়ে গেছে।
বুধবার (১৬ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২২ ক্যারেট মানের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩ হাজার ৩৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৫ হাজার ২০৯ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) থেকে নতুন দাম কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পাকা) স্বর্ণের দাম বাড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে ১৩ এপ্রিল প্রতি ভরির দাম ছিল ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকা, যা ছিল আগের সর্বোচ্চ। পরদিনই কিছুটা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হলেও আবারও মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত এলো।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান।
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা এবং পাল্টাপাল্টি শুল্ক আরোপের জেরে বিশ্ববাজারেও সোনার দাম চড়ছে। এরই ধারাবাহিকতায় প্রথমবার প্রতি আউন্স স্বর্ণের মূল্য ৩,৩০০ মার্কিন ডলার ছুঁয়েছে, যা বিশ্ববাজারে স্বর্ণের সর্বোচ্চ মূল্যরেকর্ড।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :