AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পলিটেকনিক শিক্ষার্থীদের রেল ব্লকেড কর্মসূচি শিথিল, দুপুরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৪১ এএম, ১৭ এপ্রিল, ২০২৫
পলিটেকনিক শিক্ষার্থীদের রেল ব্লকেড কর্মসূচি শিথিল, দুপুরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক

প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে এবং শিক্ষা উপদেষ্টার আহ্বানে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে কারিগরি শিক্ষার্থীদের সংগঠন ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সারাদেশে চলমান রেল ব্লকেড কর্মসূচি শিথিল রাখা হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এক বিশেষ বার্তায় গণমাধ্যমে জানানো হয়, দুপুরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন আন্দোলনকারীরা। আলোচনার ভিত্তিতেই পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন নেতারা।

দেশব্যাপী কারিগরি শিক্ষার্থীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে গত কয়েকদিন ধরে রেললাইনে অবস্থান নিয়ে রেল যোগাযোগে বিঘ্ন ঘটাচ্ছিলেন শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে সরকারি উচ্চপর্যায়ের হস্তক্ষেপে এ আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ জানিয়েছে, শিক্ষার্থীদের দাবিদাওয়া নিয়ে আজকের আলোচনা হবে ফলপ্রসূ এমন প্রত্যাশা করছেন তারা। বৈঠকের পরই আন্দোলনের পরবর্তী দিকনির্দেশনা ও কর্মসূচি ঘোষণা করা হবে।

 

 

একুশে সংবাদ// চ.ট//এ.জে

Shwapno
Link copied!