ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের কারণ এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে। তবে প্রাথমিকভাবে রাজনৈতিক অঙ্গনে এ গ্রেপ্তারকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
শাহে আলম মুরাদ আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন এবং তিনি দক্ষিণ মহানগর আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।
একুশে সংবাদ/কা.বে/এ.জে
আপনার মতামত লিখুন :