AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সংসদের আসন সংখ্যা ৬০০ করার সুপারিশ নারীবিষয়ক সংস্কার কমিশনের


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:০৯ পিএম, ১৯ এপ্রিল, ২০২৫
সংসদের আসন সংখ্যা ৬০০ করার সুপারিশ নারীবিষয়ক সংস্কার কমিশনের

নারীবিষয়ক সংস্কার কমিশন জাতীয় সংসদের আসন সংখ্যা বাড়িয়ে ৬০০ করার সুপারিশ করেছে। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর এক প্রেস ব্রিফিংয়ে কমিশনের প্রধান শিরীন পারভীন হক এ কথা জানান।

তিনি বলেন, প্রতিটি সংসদীয় আসনে একটি সাধারণ আসন এবং নারীদের জন্য একটি সংরক্ষিত আসন থাকবে, যেখানে উভয় আসনে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন হবে।

কমিশনের প্রধান শিরীন পারভীন হক বলেন, “জুলাইয়ে যারা প্রাণ দিয়েছেন, তাদের স্মরণে কিছু করতে চেয়েছি যা সমাজের জন্য কল্যাণকর হবে।”

তিনি আরও জানান, সুপারিশগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, এবং মোট ১৫টি বিষয়ে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে।

এর আগে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন নারীবিষয়ক সংস্কার কমিশনের সদস্যরা।
কমিশনের সদস্যদের মধ্যে ছিলেন:

  • মাহীন সুলতান (ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র ফেলো)

  • সারা হোসেন (বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের নির্বাহী পরিচালক)

  • ফৌজিয়া করিম ফিরোজ (বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি)

  • কল্পনা আক্তার (বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি)

  • ডা. হালিদা হানুম আক্তার (নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ)

  • সুমাইয়া ইসলাম (বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক)

  • নিরুপা দেওয়ান (জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য)

  • ফেরদৌসী সুলতানা (এশিয়ান উন্নয়ন ব্যাংকের সাবেক সিনিয়র সামাজিক উন্নয়ন উপদেষ্টা)

  • নিশিতা জামান নিহা (শিক্ষার্থী প্রতিনিধি)

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে শিরীন পারভীন হক-কে প্রধান করে নারীবিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয়, যার সদস্য সংখ্যা ১০।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!