প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীসহ মোট ৮ জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে বহিরাগতও রয়েছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত জাহিদুলের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
রাসেল সারোয়ার বলেন, মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাব, আবুজর গিফারী ছাড়াও আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। মোট আসামি ৮ জন। তাঁরা সকলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
তদন্ত করছি এবং আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলেও জানান রাসেল সরোয়ার।
জানা গেছে, আসামিদের মধ্যে বৈষম্যবিরোধী পাঁচ ছাত্রনেতার নামও উল্লেখ রয়েছে। তবে তাঁদের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।
শনিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে জাহিদুল ইসলাম পারভেজের সঙ্গে তর্কাতর্কি হয় তাঁরই বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর। একপর্যায়ে দুই পক্ষকে নিয়ে মীমাংসার জন্য বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ক্যাম্পাস থেকে বের হওয়ার পর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২২৩ ব্যাচের শিক্ষার্থী জাহিদুলকে একদল যুবক ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় জাহিদুলকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
একুশে সংবাদ/ই.ট/এনএস
আপনার মতামত লিখুন :