বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ করাই জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
সোমবার (২১ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের এলডি ভবনে কমিশনের সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি দলের এক বৈঠকে তিনি এ কথা বলেন।
খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল সকাল ১০টার দিকে বৈঠকে অংশ নেয়।
বৈঠকে অধ্যাপক আলী রীয়াজ ছাড়াও জাতীয় ঐকমত্য ও সংস্কার কমিশনের অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে অধ্যাপক রীয়াজ বলেন, "বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মৌলিক অধিকার রক্ষার লক্ষ্যে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা জরুরি। ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সম্মিলিত প্রচেষ্টা ছাড়া বিকল্প নেই।"
তিনি খেলাফত মজলিসের প্রতিনিধি দলকে সময়মতো এবং গুরুত্বপূর্ণ মতামত প্রদান করার জন্য ধন্যবাদ জানান।
একুশে সংবাদ//স.ট//এ.জে
আপনার মতামত লিখুন :