AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ বিশ্বের শীর্ষ উৎপাদনকারী দেশগুলোর কাতারে যেতে চায়: প্রধান উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:১৩ পিএম, ২৪ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ বিশ্বের শীর্ষ উৎপাদনকারী দেশগুলোর কাতারে যেতে চায়: প্রধান উপদেষ্টা

বাংলাদেশকে বৈশ্বিক উৎপাদন কেন্দ্র ও অর্থনৈতিক শক্তিতে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এই লক্ষ্যে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে কাতারের দোহায় এক উচ্চপর্যায়ের বৈঠকে বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিনিয়োগ আকর্ষণে দোহায় বৈঠক
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দোহায় কয়েকজন শীর্ষ বিদেশি বিনিয়োগকারীর সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে মালদ্বীপের সাবেক উপ-প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার রাজপরিবারের এক সদস্য, মালয়েশিয়ার সাবেক এক মন্ত্রী, কাতারের রাজপরিবারের সদস্য, আন্তর্জাতিক ব্যাংকিং খাতের বিশেষজ্ঞ এবং কয়েকজন ধনাঢ্য প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

বাংলাদেশে বিনিয়োগের উন্মুক্ত পরিবেশ
বৈঠকে বিনিয়োগকারীদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, "বাংলাদেশ এখন এ অঞ্চলের অন্যতম আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য। সরকার সব ধরনের বিদেশি বিনিয়োগকে স্বাগত জানায় এবং বিনিয়োগবান্ধব নীতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।"

তিনি আরও বলেন, "আমরা শুধু একটি উৎপাদনশীল দেশ হতে চাই না, বরং বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদনকারী দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাই।"

বিনিয়োগের সম্ভাব্য খাত
বৈঠকে বিনিয়োগকারীরা বাংলাদেশে উৎপাদন, বর্জ্য ব্যবস্থাপনা, জ্বালানি, ব্যাংকিং ও পর্যটন খাতে, বিশেষ করে কক্সবাজারের রিসোর্ট প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা বিনিয়োগকারীদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, “বাংলাদেশের উৎপাদন খাত ও অবকাঠামো উন্নয়নের যে পরিকল্পনা আমরা হাতে নিয়েছি, তার বাস্তব চিত্র দেখার জন্য সরাসরি পরিদর্শন করাই ভালো হবে।” পাশাপাশি, তিনি বিনিয়োগ কার্যক্রম এগিয়ে নিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনার পরামর্শ দেন।

উপস্থিত ছিলেন শীর্ষ কর্মকর্তারা
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

 


একুশে সংবাদ//জা.নি//এ.জে

Shwapno
Link copied!