জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত সংস্কারের অপেক্ষা না করে নিজেদের ক্ষমতার আওতায় নির্ধারিত কাজ করেই আগামী নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
সিইসি জানান, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় অস্ট্রেলিয়া। এ লক্ষ্যে অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইলি বাংলাদেশকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ভোটার তালিকা হালনাগাদ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়েও আলোচনা হয়েছে দুই পক্ষের মধ্যে।
সিইসি বলেন, “নির্বাচনের লক্ষ্যে কমিশনের কেনাকাটার কার্যক্রম শুরু হয়েছে। সীমানা নির্ধারণে আইন সংশোধনের প্রয়োজন রয়েছে, যা আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে এলে কমিশন কাজ শুরু করবে।”
তিনি আরও জানান, রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে এবং ইসি পুরোদমে নির্বাচনী প্রস্তুতির কাজ চালিয়ে যাচ্ছে।
জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক সংস্কার এবং ঐক্যমতের মাধ্যমে একটি রূপরেখা তৈরির উদ্যোগ নিলেও ইসি এ বিষয়ে কোনো অবস্থান নিচ্ছে না। সিইসি স্পষ্ট করে বলেন, “রাজনৈতিক বিষয়ে উদ্যোগ নেবে ঐকমত্য কমিশন। সে নিয়ে কথা বলতে চায় না নির্বাচন কমিশন।”
একুশে সংবাদ/আ.ট//এ.জে
আপনার মতামত লিখুন :