কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশ সফর স্থগিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন এক বিবৃতিতে সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে, ১৭ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের ঢাকা সফরের সময় ২৭ এপ্রিল দুই দিনের জন্য ইসাক দারের ঢাকা সফর চূড়ান্ত হয়েছিল। সফরকালে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা ছিল।
তবে সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষিতে এই সফর আপাতত স্থগিত করা হলো। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
একুশে সংবাদ// আ.ট//এ.জে
আপনার মতামত লিখুন :