জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে নির্বাচনসহ বিভিন্ন সাংবিধানিক ও রাষ্ট্রীয় সংস্কার বিষয়ে মতবিনিময়ে বসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শুক্রবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের লেডিজ ক্লাবে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, দলের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলটি বৈঠকে অংশ নিচ্ছে। প্রতিনিধি দলে আরও থাকবেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সাইফুল আলম খান মিলন এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
বৈঠক শেষে প্রতিনিধি দলটি সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে বিস্তারিত জানাবে বলে জানানো হয়েছে।
এর আগে, গত ২০ মার্চ জামায়াত জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু ও দুই কক্ষবিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার দাবিসহ একটি লিখিত প্রস্তাব পেশ করে। একইসঙ্গে সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ ও নির্বাচন কমিশন সংস্কারের সুপারিশও তুলে ধরে দলটি।
তখন জামায়াত নেতারা বলেন, “সংবিধান মেনে নিরপেক্ষ নির্বাচনের জন্য সময় দিতে রাজি আছে দল, তবে সেটি নির্দিষ্ট কোনো সময় নয়—প্রয়োজন অনুযায়ী যত সময় লাগে, তা সরকারকে দিতে হবে।”
প্রসঙ্গত, সংস্কার প্রশ্নে এর আগেও তিন দফা বৈঠক করেছে জাতীয়তাবাদী দল বিএনপি ঐকমত্য কমিশনের সঙ্গে। ধারাবাহিকভাবে কমিশনটি বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নিচ্ছে বলে জানা গেছে।
একুশে সংবাদ// আ.ট//এ.জে
আপনার মতামত লিখুন :